Tumi Chilena Jokhon Lyrics (তুমি ছিলেনা যখন) By Mahtim Shakib

Tumi Chilena Jokhon Lyrics (তুমি ছিলেনা যখন) By Mahtim Shakib
তুমি ছিলেনা যখন – Tumi Chilena Jokhon Bangla Song Lyrics. This song Singing by Mahtim Shakib. Music Composed by Rezwan Sheikh. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Anupam Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Tumi Chilena Jokhon – তুমি ছিলেনা যখন
Orginal Singer : Andrew Kishore
Singer : Mahtim Shakib
Lyricist : Gazi Mazharul Anwar
Composer : Anwar Parvez
Music Re-arrangement By : Rezwan Sheikh
Label: Anupam
তুমি ছিলেনা যখন লিরিক্সঃ
তুমি ছিলেনা যখন..
তুমি ছিলেনা যখন
চোখে ছিলোনা স্বপন
ভালোবাসা ছিলো অজানা (২ বার)
তুমি আমার হলে, ভালোবাসা দিলে
ওগো দিলেগো সুখের ঠিকানা
তুমি ছিলেনা যখন
চোখে ছিলোনা স্বপন
ভালোবাসা ছিলো অজানা
রঙে রঙে ভরা
এই যে পৃথিবী তুমি আছো বলে (২ বার)
এতো আশা দোলে, এই যে হৃদয়ে
তুমি আছো বলে
ওগো তুমি আমার
তুমি শুধুই আমার
শত অনুরাগের জোছনা
তুমি ছিলেনা যখন
চোখে ছিলোনা স্বপন
ভালোবাসা ছিলো অজানা
আমি চেয়ে থাকি
মুগ্ধ নয়নে
তোমার মুখের পানে (২ বার)
যতো কথা আছে, বন্ধু তোমাকে
বলি গানে গানে
তুমি আমার বুকে, রবে চিরো সুখে
ওগো এইতো আমার সাধনা
তুমি ছিলেনা যখন
চোখে ছিলোনা স্বপন
ভালোবাসা ছিলো অজানা
তুমি আমার হলে, ভালোবাসা দিলে
ওগো দিলেগো সুখের ঠিকানা
তুমি ছিলেনা যখন
চোখে ছিলোনা স্বপন
ভালোবাসা ছিলো অজানা
Tumi Chilena Jokhon Lyrics By Mahtim Shakib
Tumi chilena jokhon
Chokhe chilona sopon
Valobasa silo ojana
Tumi amar hole valobasa dile
Ogo dilego sukher thikana
Tumi chilena jokhon
Valobasa chilo ojana