Bengali Lyrics

Amar Buk Pokete Lyrics (আমার বুক পকেটে) By Samz Vai

Amar Buk Pokete Lyrics

Amar Buk Pokete Lyrics (আমার বুক পকেটে) By Samz Vai

আমার বুক পকেটে – Amar Buk Pokete Bangla Song Lyrics. This song Singing by Samz Vai. Music Composed by Samz Vai. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Samz vai” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Amar Buk Pokete – আমার বুক পকেটে
Singer : Samz vai
Lyrics & Tune : Samz Vai
Mix / Master : Sakib Ahmed, Samz

আমার বুক পকেটে লিরিক্সঃ

এইতো সেই দিনের কথাগুলো মনে পড়ে যায়
চিন্তায় ব্যস্ত বেহুশ কাউকে পাওয়ার আশায়

কিছু কীর্তি স্মৃতি হয়ে রবে
এ মনের দেয়ালে
চোখ গুলো শুকিয়ে যাবে রাতটা পোহালে

তবে এই সান্ত্বনা বলো আর কতদিন
আর কতকাল দেখিবো
আয়নায় চেহারাটা মলিন

আমার বুকপকেটে রক্তজবা
এভাবে শুকিয়ে যায়
সে আসবে বলে দেখবো তাকে
মিথ্যে অপেক্ষায়
আমার ইচ্ছে মোড়ানো সাদা খামটিও
আজও আমার কাছে
তাকে বলে দিও আমার দুঃখ
আমার কাছেই আছে

সেই কবে আকাশটা ডেকে ছিলো
তার ভয়ে আজও সে নিশ্চুপ
কোথাকার কে যেনো দেখে ফেলে
সেই ভয়ে দেখা হতো না মুখ

খানিকটা দুর থেকেই তাকিয়ে মন উদাস
আমার সুখের ঘুড়ি রইলো নারে
বইলো এ কোন বাতাস

রাত্রি জুড়ে কল্পনাতে, দিনে ব্যস্ততা
ভয় গুলোকে সত্যি করে দিলে পুর্নতা
যাচ্ছে সময় যাকনা কেটে
সয়ে গেছি আমি
সবশেষে হায় আমার কাছে
আমি বেশীই দামি

দিন শেষে কে দিবে স্বান্তনা
এতোদিন এ কথা কেউ জানতো না
হাসি মুখে কথা বলা মানুষটার
ভেতরে লুকানো কতো যন্ত্রণা

আমার বুক পকেটে রক্তজবা
এভাবে শুকিয়ে যায়
সে আসবে বলে দেখবো তাকে
মিথ্যে অপেক্ষায়
আমার ইচ্ছে মোড়ানো সাদা খামটিও
আজও আমার কাছে
তাকে বলে দিও আমার দুঃখ
আমার কাছেই আছে

Amar Buk Pokete Lyrics By Samz Vai

Eito seidiner kothagulo mone pore jay
Chintay besto behus kauke paoar ashay

Kichu kirti smriti hoye robe
e moner deyale
Chokh gulo shukiye jaabe raat ta pohale

Tobe ei santona bolo aar kotodin
Aar kotokal dekhibo Aaynay cheharata molin

Amar buk pocket e roktojoba
Evabe shukiye jaay
Se ashbe bole dekhbo take
Mitthey opekkhay

Amar icche morano sada khamti o
Aajo amar kache

Take bole dio amar dukkho
Amar kachei ache

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button