Beshamal Lyrics (বেসামাল) By Belal Khan & Puja

Beshamal Lyrics (বেসামাল) By Belal Khan & Puja
বেসামাল – Beshamal Bangla Song Lyrics. This song Singing by Belal Khan & Puja. Music Composed by Shovon Roy. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Belal Khan” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Beshamal – বেসামাল
Singer : Belal Khan & Puja
Rap : Rapsta DaDu
Composer : Belal Khan
Lyrics : Prosenjit Ojha
Music : Shovon Roy
Mix and Master : Apeiruss
বেসামাল লিরিক্সঃ
আমার মনের ফ্রেমে উকি দিয়ে থেমে
বলনা তুই কই পালালি
তোর প্রেমেরই ঝাঁজে হৃদয় আমার সাজে
তুই যে আমার রং মাখালি (২ বার)
তোর চোখে তোর মুখে কি জাদু যে আছে
তোর রুপের ফ্যান বানাইলি
পাল্টে গেছে আমার হালচাল
তোর কারণে হলাম বেসামাল
পাল্টে গেছে আমার হালচাল
তোর কারণে হলাম বেসামাল (২ বার)
Rap:
তোর কারণে হলাম আমি বেসামাল
প্রেম পিরিতি এখন ডিজিটাল
সেকা খাইলে কাঁদে না কেউ আর,
চোখ করে না লাল
একটা গেলে আরেকটা আসে
চকাম চকাম..
মনের পাড়ায় ডুম আসে নারে ঘুম
তোর ভাবনায় আমি টাল মাটাল
প্রেমের কেমন সাদ ভাবছি দিনরাত
এখন দেখি টক, মিষ্টি, ঝাল (২ বার)
তোর চোখে তোর মুখে কি জাদু যে আছে
তোর রুপের ফ্যান বানাইলি
পাল্টে গেছে আমার হালচাল
তোর কারণে হলাম বেসামাল
পাল্টে গেছে আমার হালচাল
তোর কারণে হলাম বেসামাল (২ বার)
Rap:
হালচাল এখন আমার পাল্টে পুরাই গেছে
তোর মুখে তোর চক্ষে বলনা কি জাদু আছে
দেখলে তোরে মন কি করে
চাই যে শুধু কাছে
প্রেমের মাছি আমি তোর যে
প্রেমের মধু আছে
দেখলে তোর ওই মুখ লাগে কি যে সুখ
মনের ঘরে বাজে খুশির বিন
ছুয়ে দিলে হাত আমি কুপোকাত
বুকের ঘরে করে চিনচিন (২ বার)
তোর চোখে তোর মুখে কি জাদু যে আছে
তোর রুপের ফ্যান বানাইলি
পাল্টে গেছে আমার হালচাল
তোর কারণে হলাম বেসামাল
পাল্টে গেছে আমার হালচাল
তোর কারণে হলাম বেসামাল (২ বার)
Beshamal Lyrics By Belal Khan & Puja
Amar moner phreme uki diye theme
Bolna tui doi palali
Tor premere jhaje hridoy amar saje
Tui je amar rong makahali
Tor cokhe tor mukhe ki jadu je asa
Tor ruper fan banaili
Palte geche amar halcal
Tor karone holam besamal