A Kemon Pirite Bandhila Lyrics (এ কেমন পিরিতে বান্ধিলা) Akash & Mohua

A Kemon Pirite Bandhila Lyrics (এ কেমন পিরিতে বান্ধিলা) By Akash Mahmud & Mohua Muna
এ কেমন পিরিতে বান্ধিলা – A Kemon Pirite Bandhila Bangla Song Lyrics. This song Singing by Akash Mahmud & Mohua Muna. Music Composed by Akash Mahmud. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Akash Dream Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : A Kemon Pirite Bandhila – এ কেমন পিরিতে বান্ধিলা
Singer : Akash Mahmud & Mohua Muna
Lyric : Jakir Master
Tune & Music: Akash Mahmud
Flute: Amitav Biswas
Guitar: Rajib Roy
Label : Akash Dream Music
এ কেমন পিরিতে বান্ধিলা লিরিক্সঃ
এ কেমন পিরিতে বান্ধিলা আমায়
শয়নে-স্বপনে দেখি যে তোমায়
রাতের ঘুম কাইরা নিলা
এ কেমন জ্বালা দিলা
সারা বেলা মন তোমারে চাই।
থাইকো না আড়ালে
আইসা বুকে জড়ালে
পাড়ি দেবো দূর অজানাই
থাইকো না আড়ালে
আইসা বুকে জড়ালে
পাড়ি দেবো দূর অজানাই।
মনে চাই সারাক্ষণ
রাখি কইরা আপন
থাইকো তুমি মনের আঙ্গিনায়
লোভ আদর দেখাইয়োনা
আমারে ঠকাইয়োনা
ছাইড়া কভু যাইয়োনা আমায়।
কি যাদু করিয়া মোরে
টাইনা নিলা বাহু ডোরে
সারা বেলা মন তোমারে চাই।
থাইকো না আড়ালে
আইসা বুকে জড়ালে
পাড়ি দেবো দূর অজানাই
থাইকো না আড়ালে
আইসা বুকে জড়ালে
পাড়ি দেবো দূর অজানাই।
দিলাম উজার করে
মন প্রান তোমারে
থাকবো তোমার মনের জেলখানায়,
ব্যান্ধা মায়াজালে
যাইয়োনা গো ফেলে
প্রানে বাঁচাও যে বড় দায়।
বান্ধিবো সুখের
বাসা পুরাবো মনের আসা
সুখের নীড় গড়বো নীরালাই।
থাইকো না আড়ালে
আইসা বুকে জড়ালে
পাড়ি দেবো দূর অজানাই
থাইকো না আড়ালে
আইসা বুকে জড়ালে
পাড়ি দেবো দূর অজানাই।
A Kemon Pirite Bandhila Lyrics By Akash Mahmud & Mohua Muna
A kemon pirite bandhila amay
Shoyone sopone dekhi je tomay
Rater ghum kaira nila
A kemon jala dila
Sara bela mon tomare chai
Thaiko na arale
Aisa buke jorale
Pari debo dur ojanai
Mone chai sarakkhon
Rakhi koira apon
Thaiko tumi moner anginay
Lov ador dekhaiyona
Amare thokaiyo na
Chaira kovu jaiyona amay