Latest Bengali Lyrics

Aj Tumi Durer Bolei Lyrics (আজ তুমি দূরের বলেই) By Ishan Mitra

Aj Tumi Durer Bolei Lyrics

Aj Tumi Durer Bolei Lyrics (আজ তুমি দূরের বলেই) By Ishan Mitra | Afran Nisho & Ishita

আজ তুমি দূরের বলেই – Aj Tumi Durer Bolei Bangla Song Lyrics. This song Singing by Ishan Mitra & Music Composed by Amit-Ishan. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Gaanchill Music” youtube channel.If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song: Aj Tumi Durer Bolei – আজ তুমি দূরের বলেই
OST of “Keno”
Singer: Ishan Mitra
Lyrics: Asif Iqbal
Tune & Composition: Amit-Ishan
Music Arrangement: Amit-Ishan
Starring: Afran Nisho, Rumana Rashid Ishita, Tawsif Mahbub, Mehazabien Chowdhury
Label: Gaanchill Music

আজ তুমি দূরের বলেই লিরিক্স – ইশান মিত্রা

চেয়েছিলে আমায় তোমার
করে নিতে তুমি পরোনি,
সব মেনে ভালোবেসেছিলে তুমি হারোনি।
কেন যে একটু সময় পারিনি আরো দিতে
কি লাভ হলো তোমায় হারিয়ে আমি জিতে।

আজ তুমি দূরের বলেই
আকুলতা কাছে পাওয়া,
আমি তোমার নই বলে।
চিরোদিন তুমি আমার (২বার)

কীভাবে কি বলেছিলাম
আজ মনে নেই,
মেনে নিতে পারিনি
পড়ে আছি ক্ষতিতেই।

কেন যে একটু সময় পারিনি আরো দিতে
কি লাভ হলো তোমায় হারিয়ে আমি জিতে।

আজ তুমি দূরের বলেই
আকুলতা কাছে পাওয়া,
আমি তোমার নই বলে।
চিরোদিন তুমি আমার ..(২বার)

কি ভুলে যে ফিরিয়ে ছিলাম
তখন বুঝিনি,
ভেঙ্গে চুরে সব কেনো
ফিরে আসিনি।

কেন যে একটু সময়
পারিনি আরো দিতে
কি লাভ হলো তোমায়
হারিয়ে আমি জিতে।

আজ তুমি দূরের বলেই
আকুলতা কাছে পাওয়া,
আমি তোমার নই বলে।
চিরোদিন তুমি আমার (২বার)

Aj Tumi Durer Bolei Lyrics By Ishan Mitra

Cheyechile amay tomar
Kore nite tumi paroni

Shob mene valobeshechile
tumi haroni Keno je ektu
somoy parini aaro dite Ki labh
holo tomay hariye ami jitey

Aaj tumi durer bolei
Akulota kache paowa
Ami tomar noi bole
Chirodin tumi amar(x2)

Kivabe ki bolechilam
aaj mone nei
Mene nite parini
pore achi khotitei
Type a message, @name…

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button