Amar Kono Golpo Nei Lyrics (আমার কোনো গল্প নেই) By Swastika

Amar Kono Golpo Nei Lyrics (আমার কোনো গল্প নেই) By Swastika Mukherjee
আমার কোনো গল্প নেই – Amar Kono Golpo Nei Bangla Song Lyrics. This song Singing by Swastika Mukherjee. Music Composed by Anindit Roy. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “SVF Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Amar Kono Golpo Nei – আমার কোনো গল্প নেই
Singer: Swastika Mukherjee
Lyrics & Composition: Soumit Deb
Arrangement: Amit-Ishan
Mixing and Mastering: Anindit Roy
Label: SVF Music
আমার কোনো গল্প নেই লিরিক্স – স্বস্তিকা মুখোপাধ্যায়
তাসের ঘরে দোরে দারুন খেলা করে
জলের গায়ে ভাঙা ডাঙার সুখ
এটুকু আলো দেখে
কিশোরী পাতা শেখে
পাখির ঠোঁট চেনে বাসার মুখ
আমার কোনো গল্প নেই
তাসের ঘরে দোরে, হঠাৎ এসে পড়ে
জাদুর অবসরে মায়ার ঢেউ
গড়ার শেষে তবে, না হয় মেঘ হবে
ভোরের কাছে থাকতে আসা স্বপ্নে কেউ
আমার কোনো গল্প নেই
দুঃখ যাকে মানায় না সেই
ঋতুর কাছে ঋণী
কাঁচের আয়না জন্ম হল পরিপাটি তিনি
সাজিয়ে রাখা নানান ছদ্মবেশে
দু-এক পশলা ঝড়ের অসুখ এসে
আমার সুখের হিসেব উড়িয়ে নিয়ে যায়
স্বেচ্ছায়
টুকরো কিছু কিছু, স্বপ্ন কুচিপিছু
টানে আলেয়া চোখে কাজল সেই
আমার কোনো গল্প নেই
তাসের ঘরে দোরে পালক হয়ে ঝরে
আমার হারিয়ে যাওয়া ডানার সেই
খেলার শেষে চলো তোমার কথা বলো
আমার আলাদা কোনো গল্প নেই
আমার কোনো গল্প নেই
Amar Kono Golpo Nei Lyrics By Swastika Mukherjee
Taser ghore dore Darun khela kore
Joler gaaye bhanga dangar sukh
Etuku aalo dekhe
Kishori paata shekhe
Pakhir thot chene basar mukh
Amar ono golpo nei
Tasher ghawre dore
Hotath ese pore
Jadur obosore mayar dheu
Gorar sheshe tobe
Na hoy megh hobe
Bhorer kache thakte asha shopne keu
Amat ghore kono golpo nei
Dukho zake manay na sei
Ritur kache rini
Kacher ayna jonmo holo poripati tini