Ami Dekhini Tomay Lyrics (আমি দেখিনি তোমায়) By Kalarab Shilpigosthi

Ami Dekhini Tomay Lyrics (আমি দেখিনি তোমায়) By Kalarab Shilpigosthi
আমি দেখিনি তোমায় – Ami Dekhini Tomay Bangla Song Lyrics. This song Singing by Kalarab Shilpigosthi. Music Composed by Joynul Abedin Ekatto. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Holy Tune” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Ami Dekhini Tomay – আমি দেখিনি তোমায়
Singer: Sayed Ahmad, Muhammad Badruzzaman, Abu Rayhan, Arif Arian, Iqbal Mahmud, Huasin Adnan, Mahfuzul Alam, Hasan Mahdi, Fakhrul Haque and Others
Lyric: Jafar Ahmad Rabi
Tune: Sayed Ahamd
Music Direction: Muhammad Badruzzaman
Sound Design: Joynul Abedin Ekatto
Recordist: Mahfuzul Alam
Record Label: Holy Tune Studio
আমি দেখিনি তোমায় লিরিক্সঃ
আমি দেখিনি তোমায় চোখের তারায়
তবুও তোমায় ভালবেসেছি (৩ বার)
মনের এই ক্যানভাসে, তোমার ছবি ভাসে
তোমার প্রেমে যেন পড়েছি (২ বার)
আমি দেখিনি তোমায় চোখের তারায়
তবুও তোমায় ভালবেসেছি
উহুদের ময়দানে রক্ত ঝরালে
দ্বীন কায়েমের জন্য
পাথর বুকেও ফোটালে ফুল
মনুষ্য যাতে ছিলো শূন্য (২ বার)
শত জ্বালাতন, সয়েছো তুমি
সেই কাহিনি শুনে কেঁদেছি (৩ বার)
মনের এই ক্যানভাসে, তোমার ছবি ভাসে
তোমার প্রেমে যেন পড়েছি (২ বার)
দ্বারে দ্বারে ঘুরে খোদার বাণী
পৌছে দিয়েছো দিন রাত
চিনলো না তোমায় তায়েফবাসী
করলো যে শুধু আঘাত (২ বার)
তোমার পায়ের পথের ধুলি
এই চোখে সুরমা দিয়েছি (৩ বার)
মনের এই ক্যানভাসে, তোমার ছবি ভাসে
তোমার প্রেমে যেন পড়েছি
মনের এই ক্যানভাসে, তোমার ছবি ভাসে
তোমার প্রেমে মালা গেথেছি
আমি দেখিনি তোমায় চোখের তারায়
তবুও তোমায় ভালবেসেছি (৩ বার)
Ami Dekhini Tomay Lyrics By Kalarab Shilpigosthi
Ami dekhini tomay chokher taray
Tobuo tomay valobesechi
Moner ei kanvase tomar chobi vase
Tomar preme jeno porechi
Ami dekhini tomay chokher taray
Tobuo tomay valobeshi
Uhuder moydane rokto jhorale
Din kayemer jonno
Pathor bukeo fotale ful
Monussho jate chilo shunno