Latest Bengali Lyrics

Ami R Ashbona Lyrics (আমি আর আসবোনা) By Eemce Mihad

Ami R Ashbona Lyrics

Ami R Ashbona Lyrics (আমি আর আসবোনা) By Eemce Mihad

আমি আর আসবোনা – Ami R Ashbona Bangla Song Lyrics. This song Singing by Abdul Kader Tuhin. Music Composed by Eemce Mihad. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Eemce Mihad” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Ami R Ashbona – আমি আর আসবোনা
Singer : Abdul Kader Tuhin
Lyrics & Tune : Abdul Kader Tuhin
Music Composer : Eemce Mihad
Assistant Music Composer : Shahnewaz Chowdhury Miraz

আমি আর আসবোনা লিরিক্সঃ

নিবিড় অন্ধকারে স্মৃতির বিচরণ
ভেবে যায় তোমাকে নির্লজ্জ এ মন
কিছু কথা লিখে গেছি পুরোনো ডায়েরীতে
পড়ে নিও খুব গোপনে সময় হয় যখন (২ বার)

জানি ভুল ছিলো আমারো
ক্ষমা করে দিতেই পারো
বলে গেলে না তুমি কিছুই
এটাই আক্ষেপ (২ বার)

আমি আর আসবো না
তোমার আঙিনায়
কোনোদিন করব না
বিরক্ত তোমায়

তুমি বুঝবে সেদিন
আর খুঁজবে আমায়
যেদিন চলে যাবো
কোনো দূর অজানায়।

বিরল অবহেলার ভিড়ে
দুঃখ গুলো অগোচরে
হয়তো বোঝাতে পারিনি
ভালোবেসেছি কেমন করে (২ বার)

যদি কখনো আবারো
সব মেনে নিতে পারো
থাকবো না আর আমি তখন
থাকবে না বিচ্ছেদ (২ বার)

আমি আর আসবো না
তোমার আঙিনায়
কোনোদিন করব না
বিরক্ত তোমায়

তুমি বুঝবে সেদিন
আর খুজবে আমায়
যেদিন চলে যাবো
কোনো দূর অজানায়

Ami R Ashbona Lyrics By Eemce Mihad

Nibir ondhokare sritir bichoron
Vebe jay tomake nirlojj e mon
Kichu kotha likhe gechi purono dairite
Pore niyo khub gopone somoy hoy jokhon (2)

Jani vul silo amaro
Khoma kore ditei paro
Bole gele na tumi kichui
Etai apekkho (2)

Ami ar asbo na
Tomar anginay
Konodin korbo na
Birokto tomay

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button