Bengali Lyrics

Tomake Chai Lyrics (তোমাকে চাই) By Arijit Singh | Bonny & Koushani

Tomake Chai Lyrics

Tomake Chai Lyrics (তোমাকে চাই) By Arijit Singh | Bonny & Koushani

তোমাকে চাই – Tomake Chai Bangla Song Lyrics. This song Singing by Arijit Singh. Music Composed by Indraadip Dasgupta. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “SVF” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song: Tomake Chai – তোমাকে চাই
Movie: Tomake Chai
Singer: Arijit Singh
Music: Indraadip Dasgupta
Lyrics: Prasen
Music Producer : Arijit Singh
Mix & Master: Sunny MR
Label: SVF

তোমাকে চাই লিরিক্সঃ

চল বলে ফেলি কত কথা কলি
জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই
ঝলসানো রাতের এ পোড়া বরাতে
তুমি আমার অন্ধকার আর হোশ নাই

কার্নিশে আলতা মাখা মন
দিনেরা ঢোলে পরে রাতে
তারপরে রাত্রি জাগানো
বাকিটা তোমারি তো হাতে

জেগে জেগে আমি
শুধু ঘুমিয়ে পরতে চাই
থেকে থেকে সেই
মেঘেতে যাই বেড়াতে জাই
তোমাকে পাই

ক্ষতি নেই কাছে না বলে কয়েই চলে এলে
দেখো সেই খুশি সাজাবো আমি হাজার ফুলে
প্রতিদিন সবসময় দেখাদেখি হলে বড় ভালো হয়

চল বলে ফেলি কত কথা কলি
জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই
ঝলসানো রাতের এ পোড়া বরাতে
তুমি আমার অন্ধকার আর হোশ নাই

কার্নিশে আলতা মাখা মন
দিনেরা ঢোলে পরে রাতে
তারপরে রাত্রি জাগানো
বাকিটা তোমারি তো হাতে

জেগে জেগে আমি
শুধু ঘুমিয়ে পরতে চাই
থেকে থেকে সেই
মেঘেতে জাই বেড়াতে জাই
তোমাকে পাই

Tomake Chai Lyrics By Arijit Singh

Chol bole feli koto kotha
Jonmeche bolte tomay tomake chai
Jholsano rater a poray borate
Tumi amar ondhokar ar hos nai

Karnise alto makha mon
Dinera dhole pore rate
Tarpore ratri jagano
Bakita tomari to hate

Jege jege ami
Shudhu ghumiye porte chai
Theke theke sei
Meghete jai berate jai
Tomake pai

Khoti nei kase na bole koyei chole ele
Dekho sei khusi sajabo ami hajar fule
Protidin sob somoy dekhadekhi hole boro valo hoy

Chol bole feli koto kotha koli
Jonmeche bolte tomay tomake chai

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button