Bhalo Achi Bhalo Theko Lyrics (ভালো আছি ভালো থেকো) Andrew & Kanak

Bhalo Achi Bhalo Theko Lyrics (ভালো আছি ভালো থেকো) By Andrew Kishore & Kanak Chapa
ভালো আছি ভালো থেকো – Bhalo Achi Bhalo Theko Bangla Song Lyrics. This song Singing by Andrew Kishore & Kanak Chapa. Music Composed by Ahmed Imtiaz Bulbul. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Anupam Movie Songs” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Bhalo Achi Bhalo Theko – ভালো আছি ভালো থেকো
Singer : Andrew Kishore & Kanak Chapa
Lyricist : Rudra Mohammad Shahidullah
Music : Ahmed Imtiaz Bulbul
Movie : Tomake Chai
Label : Anupam
ভালো আছি ভালো থেকো লিরিক্সঃ
ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো (২ বার)
দিও তোমার মালা খানি
বাউলের এই মনটারে
ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে
অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরণে মুক্তোর সুখ (২ বার)
তেমনি তোমার নিবিড় চলা
ভিতরেরই বন্দরে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে (২ বার)
ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো (২ বার)
দিও তোমার মালা খানি
বাউলের এই মনটারে
ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ীর আবডালে ফসলের ধুম (২ বার)
তেমনি তোমার নিবিঢ় ছোঁয়া
গভীরেরই বন্দরে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে (২ বার)
ভালো আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো (২ বার)
দিও তোমার মালা খানি
দিও তোমার মালা খানি
বাউলের এই মনটারে
ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে
অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
Bhalo Achi Bhalo Theko Lyrics By Andrew Kishore & Kanak Chapa
Valo achi valo theko
Akasher thikanay chithi likho
Diyo tomar mala khani
Bauler ei montare
Vitoro bahire ontore ontore
Acho tumi hridoy jure
Amar vitoro bahire
Ontore ontore