Bhalobeshe Sukhi Hote Lyrics (ভালোবেসে সুখী হতে) By Sonu Nigam

Bhalobeshe Sukhi Hote Lyrics (ভালোবেসে সুখী হতে) By Sonu Nigam
ভালোবেসে সুখী হতে – Bhalobeshe Sukhi Hote Bangla Song Lyrics. This song Singing by Sonu Nigam. Music Composed by Sangeeta. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Sangeeta Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Bhalobeshe Sukhi Hote – ভালোবেসে সুখী হতে
Singer: Sonu Nigam
Lyrics: Aroni Islam
Tune: Ashok Pal
Label: Sangeeta
ভালোবেসে সুখী হতে লিরিক্সঃ
ভালোবেসে সুখী হতে
দিলেনা আমায়,দিলেনা আমায়
ভালোবেসে সুখী হতে
দিলেনা আমায়,দিলেনা আমায়
ভেঙ্গে দিয়ে এই মন,চলে গেলে তুমি
এ কোন সুখেরি আশায়।
ভালোবেসে সুখী হতে
দিলেনা আমায়, দিলেনা আমায়।
ভালোবাসায় ভুল ছিলো, জানা ছিলো না
সুখ তাই এ জীবনে,ধরা দিলো না
ভালোবাসায় ভুল ছিলো, জানা ছিলো না
সুখ তাই এ জীবনে, ধরা দিলো না।
পথও চাওয়া কখনও,ফুরাবেনা হায়
ভালোবেসে সুখী হতে
দিলেনা আমায়, দিলেনা আমায়।
ভেঙ্গেছো যে এই মন,ভালোই করেছো
ভুলে ভরা স্বপ্ন জাল,তুমিই বুনেছো
ভেঙ্গেছো যে এই মন,ভালোই করেছো
ভুলে ভরা স্বপ্ন জাল,তুমিই বুনেছো
পেয়েছো কি সুখ খুজে,সুখের নীলিমায়।
ভালোবেসে সুখী হতে
দিলেনা আমায়,দিলেনা আমায়
ভালোবেসে সুখী হতে
দিলেনা আমায়,দিলেনা আমায়
ভেঙ্গে দিয়ে এই মন,চলে গেলে তুমি
এ কোন সুখেরি আশায়।
ভালোবেসে সুখী হতে
দিলেনা আমায়,দিলেনা আমায়
ভালোবেসে সুখী হতে
দিলেনা আমায়,দিলেনা আমায়।
Bhalobeshe Sukhi Hote Lyrics By Sonu Nigam
Valobese sukhu hote
Dilona amay, dilona amay
Valobese sukhi hote
Dilena amay, dilona amay
Venge diye ei mon, cole gele tumi
E kon sukheri ashay
Valobese sukhi hote
Dilena amay, dilona amay