Na Bola Kotha Lyrics (না বলা কথা) By Eleyas Hossain & Aurin

Na Bola Kotha Lyrics (না বলা কথা) By Eleyas Hossain & Aurin
না বলা কথা – Na Bola Kotha Bangla Song Lyrics. This song Singing by Eleyas Hossain & Aurin. Music Composed by Ayon Chaklader. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “CD Choice” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Na Bola Kotha – না বলা কথা
Singer : Eleyas Hossain & Aurin
Lyric : Alif Ahsan Dipu
Tune & Music : Ayon Chaklader
Album : Na Bola Kotha
Label : Cd Choice
না বলা কথা লিরিক্সঃ
শোন, বলি তোমায়
না বলা কথা গুলো আজ বলে দিতে চাই।
বল, কি বলতে চাও
সারাটি জীবন ধরে শুনে যেতে চাই
ভালোবাসি আমি যে তোমায়
এই কথাটাই ছিল শুধু বলার
ভালোবাসি আমিও তোমায়
সবকথা কি মুখে বলে দিতে হয়
আকাশের ওই নীল্ ঠিকানায়
মেঘেরা সাদা ডানা ছড়ায়
ওদেরই সেই ভালোবাসায়
এই মনে আজ পেয়েছে ঠাই
জড়াবো আদরে তোমাকে অনুভবে
আকাশের চেয়ে বেশী
তোমাকেই ভালোবাসি
ভালোবাসি আমি যে তোমায়
এই কথাটাই ছিল শুধু বলার
ভা্লোবাসি আমিও তোমায়
সবকথা কি মুখে বলে দিতে হয়
সাত সাগর আর তের নদী
পার হয়ে তুমি আসতে যদি
রুপকথা’র রাজকুমার হয়ে
আমায় তুমি ভালবাসতে যদি
ভালোবাসি তোমায় পুরনো অনুভবে
এই মনেরই জগতে, রাজকুমারী তুমি
ভালোবাসি আমি যে তোমায়
এই কথাটাই ছিল শুধু বলার
ভালোবাসি আমিও তোমায়
সবকথা কি মুখে বলে দিতে হয়
শোন, বলি তোমায়
না বলা কথা গুলো আজ বলে দিতে চাই
বল, কি বলতে চাও
সারাটি জীবন ধরে শুনে যেতে চাই
ভালোবাসি আমি যে তোমায়
এই কথাটাই ছিল শুধু বলার
ভালোবাসি আমিও তোমায়
সবকথা কি মুখে বলে দিতে হয়
Na Bola Kotha Lyrics By Eleyas Hossain & Aurin
Shono boli tomay
Na bola kotha gulo aj bole dite chai
Bolo ki bolte chao
Sarati jibon dhore shune jete chai
Valobashi ami je tomay
Ei kothatai chilo shudhu bolar
Valobashi amio tomay
Sob kotha ki mukhe bole dite hoy