Tokei Valobashi Lyrics (তোকেই ভালোবাসি) By AP Shuvo & Anindita

Tokei Valobashi Lyrics (তোকেই ভালোবাসি) By AP Shuvo & Anindita | ROMEO JULIET 💘
তোকেই ভালোবাসি – Tokei Valobashi Bangla Song Lyrics. This song Singing by AP Shuvo & Anindita. Music Composed by Naved Parvez. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “CINEMAWALA music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song :Tokei Valobashi – তোকেই ভালোবাসি
Lyrics : Johny Hoque
Vocal : AP Shuvo & Anindita
Drama : ROMEO JULIET (রোমিও জুলিয়েট)
Tune and Compose : Naved Parvez
Flute: Syduzzaman Sumon
Mandolin: Pavel Wahid
Label : CINEMAWALA music
তোকেই ভালোবাসি লিরিক্সঃ
তোকে ভালোবাসি
কি করে বোঝাই?
বুঝেনে দিবানিশি
তোকে কতো চাই
থাকা যায় না, যায় না
মন রাখা যায় না, যায় না
তোকে ছাড়া মন কিছু
চায় না চায় না
ভাবা যায় না যায় না
ক্ষন ভাবা যায় না যায় না
ভালোবাসার টানে
চলে আয় না আয় না
তোকে ভালোবাসি
কি করে বোঝাই?
বুঝেনে দিবানিশি
তোকে কতো চাই (২ বার)
থাকা যায় না, যায় না
মন রাখা যায় না, যায় না
তোকে ছাড়া মন কিছু
চায় না চায় না
ভাবা যায় না যায় না
ক্ষন ভাবা যায় না যায় না
ভালোবাসার টানে
চলে আয় না আয় না
তোকে যদি সূর্যকিরণ
আলতো ছুঁয়ে রাঙ্গায়
আমায় পাবি সেই আলোকে
প্রেম জড়ানো মায়ায়
থাকা যায় না, যায় না
মন রাখা যায় না, যায় না
তোকে ছাড়া মন কিছু
চায় না চায় না (২ বার)
তোকে যদি বৃষ্টি ভেজায়
আমার খুঁজিস মেঘে
দূরে গেলে হই অসহায়
তোর নাম আবেগে
তোকে ভালোবাসি
কি করে বোঝাই?
বুঝেনে দিবানিশি
তোকে কতো চাই (২ বার)
থাকা যায় না, যায় না
মন রাখা যায় না, যায় না
তোকে ছাড়া মন কিছু
চলে আয় না আয় না
ভাবা যায় না যায় না
ক্ষন ভাবা যায় না যায় না
ভালোবাসার টানে
চলে আয় না আয় না
Tokei Valobashi Lyrics By AP Shuvo & Anindita
Toke valobashi
Ki kore bojhay
Bujhe ne diba nishi
Toke koto chay
Thaka jayna jayna
Monrakha jayna jayna
Toke chara mon kichu
Chayna chayna
Vaba jayna jayna
Khon vaba jayna jayna
Valobashar tane
Chole ayna ayna