Hobe Na A Premer Khoy Lyrics (হবে না এ প্রেমের ক্ষয়) Imran & Shuvomita

Hobe Na A Premer Khoy Lyrics (হবে না এ প্রেমের ক্ষয়) By Imran & Shuvomita | Toya
ক্ষয় – Khoy Bangla Song Lyrics. This song Singing by Imran, Shuvomita & Music Composed by Imran Mahmudul. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Sangeeta Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Khoy – ক্ষয়
Singers: Imran, Shuvomita
Lyrics: Snahashish Ghosh
Cast: Imran, Toy
Music Composer: Imran Mahmudul
Label: Sangeeta
হবে না এ প্রেমের ক্ষয় লিরিক্স – ইমরান ও শুভমিতা
যেতে যেতে যদি থেমে যাও
জড়িয়েছো মায়ায় বুঝে নাও,
পিছুটানে তোমায় বেধেছে হৃদয়,
হবে না এ প্রেমের ক্ষয় ক্ষয় ক্ষয় রে,
হবে না এ প্রেমের ক্ষয়।
হুঁ.. রেখে হাত মাথাতে, দিচ্ছি কথা যে,
হবে না এ প্রেমের ক্ষয় ক্ষয় ক্ষয় রে
হবে না এ প্রেমের ক্ষয়।
আজ ডুবে ডুবে আমি ভেসে যে যাই,
অচেনা সুখেরই মোহনায়।
আজ ডুবে ডুবে আমি ভেসে যে যাই,
অনুভূতি পরিচিত নয়,
তবু ভেসে যেতে ইচ্ছে হয়
খুব হয়, খুব হয়, খুব হয়..
হবে না এ প্রেমের ক্ষয় ক্ষয় ক্ষয় রে,
হবে না এ প্রেমের ক্ষয়।
আজ বসন্ত লাগে তুমি থাকায়
কি আনন্দ ভালোবাসায়,
আজ বসন্ত লাগে তুমি থাকায়
ভেবে ভেবে শুধু যে তোমায়।
ঝাঁকে ঝাঁকে স্বপ্ন এঁকে যাই
আমি যাই, আমি যাই..
হবে না এ প্রেমের ক্ষয় ক্ষয় ক্ষয় রে,
হবে না এ প্রেমের ক্ষয়।
যেতে যেতে যদি থেমে যাও
জড়িয়েছো মায়ায় বুঝে নাও,
পিছুটানে তোমায় বেধেছে হৃদয়,
হবে না এ প্রেমের ক্ষয় ক্ষয় ক্ষয় রে,
হবে না এ প্রেমের ক্ষয়।
হুঁ.. রেখে হাত মাথাতে, দিচ্ছি কথা যে,
হবে না এ প্রেমের ক্ষয় ক্ষয় ক্ষয় রে
হবে না এ প্রেমের ক্ষয়।
Hobe Na A Premer Khoy Lyrics By Imran & Shuvomita
Jete jete jodi theme jao
Joriyecho mayay bujhe nao
Pichutaan-e tomay bedheche hridoy
Hobe na ei premer
Khoy Khoy Khoy re
Hobe na ei premer khoy
Rekhe haath matha-te
Dicchi kotha je
Hobe na e premer
Khoy Khoy Khoy re
Hobe na e premer khoy
Aaj dube dube ami vese je jai
Ochena sukheri mohonay
Aaj dube dube ami bhese je jai
Onubhuti porichito noy…
Tobu vese jete ichche hoy
Khub hoy, Khub hoy..
Hobe na a premer kkhoy
kkhoy kkhoy re hobena a premer kkhoy