Latest Bengali Lyrics

Haria Gala Kosto Pabo Lyrics (হারিয়ে গেলে কষ্ট) By Tanjib Sarowar & Puja

Haria Gala Kosto Pabo Lyrics

Haria Gala Kosto Pabo Lyrics (হারিয়ে গেলে কষ্ট পাবো) By Tanjib Sarowar & Puja

হারিয়ে গেলে কষ্ট পাবো – Hariye Gele Kosto Pabo Bangla Song Lyrics. This song Singing by Tanjib Sarowar & Puja. Music Composed by Sajid Sarker. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “CMV Music youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Hariye Gele Kosto Pabo  – হারিয়ে গেলে কষ্ট পাবো
Singer : Tanjib and Puja
Lyric and Tune: Tanjib Sarowar
Music: Sajid Sarker
Label: Central Music and Video [CMV]

হারিয়ে গেলে কষ্ট পাবো লিরিক্সঃ

মনে মনে খুনসুটি আর চোখে কথা বলি
এরই নাম প্রেম
ওমন চোখের বানী বোঝার তো নেই বাকি
যার নাম প্রেম
ভালোবাসি তোরে বলা
বাকি ছিল বলে দিলাম আজকে

হারিয়ে গেলে কষ্ট পাবো
তার চেয়ে ভালো বন্ধু থেকো
বন্ধুর মায়া হারায় না
হারিয়ে যেতে আসিনি
কথা আছে দিবানিশি
লাগে তোরে আপন বেশি

সত্যি বলছো কিনা
নাকি মিছে ছলনা এত সংশয়
আবেগের পৃথিবীটা
মিথ্যে স্বপ্ন দেখ সব অভিনয়

ভালোবাসি সত্যি বলা
বাকি ছিল বলে দিলাম আজকে
হারিয়ে গেলে কষ্ট পাবো
তার চেয়ে ভালো বন্ধু থেকো
বন্ধুর মায়া হারায় না

হারিয়ে যেতে আসিনি
কথা আছে দিবানিশি
লাগে তোরে আপন বেশি

ভয় লাগে ভালোবাসা
ভয় লাগে প্রেমের হাওয়া
উড়ে যেতে চাইনা আবার
খুঁজে নিও তোমার মতো
ভালোবেসে আপন প্রিয়
কেউ আছে পাবে মনের মতো

না তোকে ছাড়া কেউ নেই
না আমি কাউকে খুঁজতে চাই বল
কোন দ্বিধাতে তুই আনমনে
হারিয়ে গেলে কষ্ট পাবো
তার চেয়ে ভালো বন্ধু থেকো
বন্ধুর মায়া হারায় না
হারিয়ে যেতে আসিনি
কথা আছে দিবানিশি
লাগে তোরে আপন বেশি

মনে মনে খুনসুটি আর চোখে কথা বলি
এরই নাম প্রেম
সত্যি বলছো কিনা নাকি মিছে ছলনা
এত সংশয়
ভালোবাসি সত্যি বলা
বাকি ছিল বলে দিলাম আজকে

হারিয়ে গেলে কষ্ট পাবো
তার চেয়ে ভালো বন্ধু থেকো
বন্ধুর মায়া হারায় না
হারিয়ে যেতে আসিনি
কথা আছে দিবানিশি
লাগে তোরে আপন বেশি

Haria Gala Kosto Pabo Lyrics By Tanjib Sarowar & Puja

Mone mone khunsuti aar chokhe kotha boli
Eri naam prem
Omon chokher bani bojhar toh nei baki
Jar naam prem
Bhalobashi tore bola
Baki chilo, bole dilam aajke

Hariye Gele Koshto Pabo
Tar cheye valo bondhu theko
Bondhur maya haray na
Hariye jete ashini
KOtha ache dibanishi
Laage tore apon beshi

Sotti bolso kina
Naki miche cholona ato songsoy
Abeger prithita
Mithe sopno dekho sob ovinoy.

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button