Morey Jabo Re Lyrics (মরে যাবো রে) By Sumi | Chirkut Band

Morey Jabo Re Lyrics (মরে যাবো রে) By Sumi | Chirkut Band
মরে যাবো – Morey Jaabo Bangla Song Lyrics. This song Singing by Sharmin Sultana Sumi. Music Composed by KAUSHIK HOSSAIN TAPOSH. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Gaan Bangla TV” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Morey Jaabo – মরে যাবো
Singer : Sharmin Sultana Sumi
Band : Chirkut
Label : Gaan Bangla Tv
মরে যাবো রে লিরিক্সঃ
একটু তোমায় নিলাম আমি
এক চিমটি মেঘে থামি
জলের ছিটেয় নিলাম পাগলামি
একটু তুমি বুকের ভেতর
বেপরোয়া শ্রাবণ ভাদর
ভাসাও ডোবাও তোমারি আমি
মরে যাবো রে, মরে যাবো
কি অসহায় আমি একবার ভাবো (২ বার)
তোমাকে ছেড়ে যাব কোথায়
তোমাকে ছেড়ে কি বাঁচা যায়
মেঘেরই ওই নীলে তুমি জীবন দিলে
এ বড় সুন্দর জ্বালায় আমায়
মেঘেরই ওই নীলে তুমি জীবন দিলে
এ বড় নির্মম পোড়ায় আমায়
একটু রাত ডুবে আসে
একটু আলো নিভে আসে
তুমি দূরে একা লাগে
মধুর ওই চাঁদটাকে
এ্যালুমিনিয়াম লাগে
হাটি আমি চাঁদও হাটে
মরে যাবো রে, মরে যাবো
কি অসহায় আমি একবার ভাবো
মরে যাবো রে, মরে যাবো
কি অসহায় আমি একবার ভাবো
ভালো লাগে না, লাগে না রে
বাঁচাবে আজ বলো কে আমারে
বুঝিনা জানিনা ,মেনেও মানিনা
সে ছাড়া নেই আমি ঘোর আঁধারে
এপারে ওপারে খুঁজি যে তাহারে
সে ছাড়া নেই আমি, চাই তাহারে
একটু তোমায় নিলাম আমি
এক চিমটি মেঘে থামি
জলের ছিটেয় নিলাম পাগলামি,
একটু তুমি বুকের ভেতর
বেপরোয়া শ্রাবণ ভাদর
ভাসাও ডোবাও তোমারি আমি।
মরে যাবো রে, মরে যাবো
কি অসহায় আমি একবার ভাবো
মরে যাবো রে, মরে যাবো
কি অসহায় আমি একবার ভাবো
মরে যাবো রে, মরে যাবো
কি অসহায় আমি একবার ভাবো
Morey Jabo Re Lyrics By Sumi
Ektu tomay nilam ami
Ek chimti meghe thami
Joler chitey nilam paglami
Ektu tumi buker bhetor
Beporoa serabon vhador
Bhashau dobau tomari ami.
More jabo re more jabo
Ki oshohay ami ekbar bhabo (2)