Kemon Kore Lyrics (কেমন করে) By Ahmed Shobuj & Esha Adrita

Kemon Kore Lyrics (কেমন করে) By Ahmed Shobuj & Esha Adrita
কেমন করে – Kemon Kore Bangla Song Lyrics. This song Singing by Ahmed Shobuj & Esha Adrita. Music Composed by Ahmed Sobuj. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “CD Choice” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Kemon Kore – কেমন করে
Singer : Ahmed Shobuj & Esha Adrita
Lyric, Tune & Music : Ahmed Sobuj
Drama : Chor Police
Label : CD Choice
কেমন করে লিরিক্সঃ
কিছু ভাবতে পারি না যে
তোকে ভুলতে পারি না যে
ভালোবাসতে পারি না যে
তোকে ছাড়তে পারি না যে (২ বার)
লাগে না ভালো তোকে ছাড়া
কোনো ভাবে তোকে আমি
পারিনা তোকে ভুলে যেতে
বুকের ভেতর কেমন করে
কেমন করে, কেমন করে
বুকের ভেতর কেমন করে
ভুলতে পারিনা স্মৃতি গুলো
আমাকে কেনো কাঁদায়
চোখের পানে ঝড়ে পরে
নিমিশে মিশে যায়।
কেমন করে, কেমন করে
ভুলতে পারিনা স্মৃতি গুলো
আমাকে কেনো কাঁদায়
চোখের পানে ঝড়ে পরে
নিমিশে মিশে যায়
আর গল্প গুলো পড়লে মনে
সুরগুলো হায় বাজে কানে
আমাকে কেনো ভাবায়
লাগে না ভালো তোকে ছাড়া
কোনো ভাবে তোকে আমি
পারি না তোকে ভুলে যেতে
বুকের ভেতর কেমন করে
কেমন করে, কেমন করে
বুকের ভেতর কেমন করে
Kemon Kore Lyrics By Ahmed Shobuj & Esha Adrita
Kichu bhabte pari na je
Toke bhulte pari na je
Bhalobaste pari na je
Toke charte pari na je
Lage na bhalo toke chara
Kono bhabe toke ami
Prina toke bhule jete
Buker bhetor kemon kore
Kemon kore, kemon kore
Buker bhetor kemon kore