Ki Dia Mon Karila Lyrics (কি দিয়া মন কাড়িলা) By Andrew & Sabina

Ki Dia Mon Karila Lyrics (কি দিয়া মন কাড়িলা) By Andrew & Sabina
কি দিয়া মন কাড়িলা – Ki Dia Mon Karila Bangla Song Lyrics. This song Singing by Andrew kishore & Sabina Yasmin . Music Composed by Alam Khan. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Anupam Movie Songs” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Ki Dia Mon Karila – কি দিয়া মন কাড়িলা
Cast: Shabana & Alamgir
Singer: Andrew kishore & Sabina Yasmin
Lyricist: Moniruzzaman Monir
Music: Alam Khan
Movie: Ashanti
Label: Anupam
কি দিয়া মন কাড়িলা লিরিক্সঃ
কি দিয়া মন কাড়িলা
ও বন্ধুরে অন্তরে পিরীতির
আগুন ধরাইলা
নজরে নজরে রাখিয়া আমারে
নয়নের বান মারিলা
ও বন্ধুরে
অন্তরে পিরীতির আগুন ধরায় লা
কি দিয়া মন কাড়িলা
ও বন্ধুরে
অন্তরে পিরীতির আগুন ধরায় লা
নজরে নজরে রাখিয়া আমারে
নয়নের বান মারিলা
ও বন্ধুরে
অন্তরে পিরীতির আগুন ধরায় লা
জানে জানে বীথির পাতা জানে তরুলতা
তোমার দুটি হাত ছুঁয়ে দিয়েছিলাম কথা
জানে জানে বনের পাখি জানে গাঙের পানি
যতনে তে আছে মনে তোমার কথাখানি
ইশারাতে ডাক দিয়া হাতের কাছে আমায় নিয়া
হৃদয়ের লাজ ভাঙ্গিলা
ও বন্ধুরে
অন্তরে পিরীতির আগুন ধরায় লা
দেখো দেখো মনের চোখে দেখো ভালো করে
আছি তোমার রব তোমার সারাজীবন ধরে
রাখ রাখ আপন করে রাখ বুকের মাঝে
তুমি ছাড়া কেউ যেন পায় না গো খুঁজে
জাদুমাখা রূপ নিয়া পাগল করা হাসি দিয়া
ফাগুনের রঙ ধরিলা
ও বন্ধুরে……
Ki Dia Mon Karila Lyrics By Andrew & Sabina
Ki diya mon karila
O bondhoure ontore piriter
Agun dhoraila
Nojore nojore rakhiya are
Noyone ban marila
O bondhoure ontore piriter
Agun dhoraila (2x)