Kolir Holi Lyrics (কলির হোলি) By Arob Dey | Mir Afsar Ali

Kolir Holi Lyrics (কলির হোলি) By Arob Dey | Mir Afsar Ali
কলির হোলি – Kolir Holi Bangla Song Lyrics. This song Singing by Arob Dey. Music Composed by Arob Dey. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “CONFUSED Picture.” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Kolir Holi – কলির হোলি
Singer, Composer, Lyricist: Arob Dey
Starring: Mir Afsar Ali
Label : Confused Picture
কলির হোলি লিরিক্সঃ
ভোট আসে ভোট যায় সব একই থাকে
মানুষ হল মুরগি, কুকুরুকু ডাকে
নেতারা বগল তুলে শুধু নাড়ে হাত
আর এম.এ পাশ ভাই খায় নুন দিয়ে ভাত
লাল নীল সবুজের মেলা বসেছে
রাঘব বোয়ালদের খেলা বসেছে
খেলা হবে খেলা হবে খেলা হবে জোড়
খেলা শেষে রেফারির ভাঙবে পাঁজর
কাল যিনি রেড ছিলেন, আজ তিনি গ্রীন
পরশু হবে স্যাফরণ, তরশু বিলীন
নেতাদের এত ভাল রং চেঞ্জ দেখে
গিরগিটি তিলে তিলে মারল নিজেকে
তাই এত রং চেঞ্জ করে, কী হবে রে ব্যাটা
কালো রং লেপে নিলেই চুকে যায় ল্যাটা
ড্রেনের নোংরা জলে পিচকিরি ভরে
নেতা দেখলেই মুখে ছুঁড়ে মারো জোরে
বলো,, হোলি ঘোর কোলি
হ্যাপি হোলি,হ্যাপি হোলি
হোলি ঘোর কোলি
হ্যাপি হোলি,হ্যাপি হোলি
হোলি ঘোর কোলি
হ্যাপি হোলি,হ্যাপি হোলি
ব্রেকফাস্টে নেতা কাটমানি খায়
গরমের ছুটিতে জার্মানি যায়
ভোটের আগে চলে যায় গরীবের বাড়ি
হাসি মুখে খেয়ে নেয় বাসি তরকারি
জানেন নেতা চাকরির অভাবে
বেকার যুবকেরা Rambo হবে
পাইপগান, পেটো আর দেশি বন্দুকে
নেতার কুর্শিখানা থাকবে যে টিকে
তাই লাভ নেই করে কোনো পরিবর্তন
লঙ্কায় গেলে পরে সবাই রাবণ
কুকুরের হিসি দিয়ে পিচকিরি ভরো
খচ্চর নেতাদের মুখে ছুঁড়ে মারো
বলো,, হোলি ঘোর কোলি
হ্যাপি হোলি, হ্যাপি হোলি
হোলি ঘোর কোলি
হ্যাপি হোলি, হ্যাপি হোলি
হোলি ঘোর কোলি
হ্যাপি হোলি, হ্যাপি হোলি
Kolir Holi Lyrics By Arob Dey
Vot ashe vot jay sob eki thake
Manush holo murgi kukuruku dake
Netara bogol tule sudhu nare hat
Ar ma pass vhai khay nun die bhat
Lal nil sobujer mela boseche
Raghob boyalder khela boseche
Khela hobe khela hobe khela hobe jor
Khela shese rafarir vangbe pajor