Mon Hare Lyrics (মন হারে) By Mahtim Shakib & Dristy Anam

Mon Hare Lyrics (মন হারে) By Mahtim Shakib & Dristy Anam
মন হারে – Mon Hare Bangla Song Lyrics. This song Singing by Mahtim Shakib & Dristy Anam. Music Composed by Asheq Manzur. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “3p Production” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Mon Hare – মন হারে
Singer: Mahtim Shakib & Dristy Anam
Lyric: Neel Mahabub
Tune and Music: Asheq Manzur
Mix, Master: Sharif Sumon
Label: 3p Production
মন হারে লিরিক্সঃ
চলে যাওয়া পথ যদি ফিরে আসা হতো
গল্পেরা কথা মেঘ বৃষ্টি ঝরাতো
ভুলে ভালে গল্পটা যদি ফুল হত
প্রজাপতি ঘ্রাণে নয় রঙেও হারাতো
মনে পড়ে মন হারে মন উড়ে যায়
বৃষ্টির ছাঁট রোজ দু’চোখ ভেজায়
মনে পড়ে মন হারে মন পুড়ে যে যায়
সকালের সোনা রোদ আমাকে ভাবায়
হাতটা ছুঁয়ে হাতের গভীরে
কেউ হেঁটে যায় খুব যতনে
মেঘের ভেলায় ভাসে রূপকথা
ছুঁতে গেলে হায় কেন শূন্যতা
চোখে চোখে কল্পনা যদি ঠোঁট ছুতো
ভালোবেসে সূর্যটা সন্ধ্যা রাঙ্গাতো
মনে পড়ে মন হারে মন পুড়ে যায়
আয়নায় গল্পটা স্মৃতিতে হারায়
মনে আছো মনে থাকো মন ভেসে যে যায়
একটা গোলাপ রোজ আমাকে সাজায়
আকাশ ছুঁয়ে মেঘের উঠোনে
চরকা কাটে কেউ খুব গোপনে
ঘুমটা ছুঁয়ে স্বপ্ন যে হাজার
কেউ হয়ে যাক শুধু যে আমার
না বলা কথা যদি বলা হয়ে যেতো
মান ভুলে অভিমান আবেগে হারাতো
মনে পড়ে মন হারে মন উড়ে যায়
বৃষ্টির ছাঁট রোজ দুচোখ ভেজায়
মনে পরে মন হারে মন পুড়ে যে যায়
সকালের সোনা রোদ আমাকে ভাবায়
Mon Hare Lyrics By Mahtim Shakib & Dristy Anam
Chole jaowa pothe jodi fire asa hoto
Golpera kotha megh bristy jhorato
Vule vale golpota jodi ful hoto
Projapoti ghrane noy rongeo harato
Mone pore mon hare mon ure jay
Bristir chat roj du-chokh vejay
Mone pore mon hare mon pure je jay
Sokaler sona rod amake vabay
Hatta chuye hater govire
Keu hete jay khub jotone
Megher velay base rupkotha
Chute gele hay keno shunnota