Oi Bukete Ghor Lyrics (ঐ বুকেতে ঘর) By Akash Mahmud & Moumita

Oi Bukete Ghor Lyrics (ঐ বুকেতে ঘর) By Akash Mahmud & Moumita
ঐ বুকেতে ঘর – Oi Bukete Ghor Bangla Song Lyrics. This song Singing by Akash Mahmud & Moumita. Music Composed by Akash Mahmud. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Akash Dream Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Oi Bukete Ghor – ঐ বুকেতে ঘর
Singer : Akash Mahmud & Moumita
Lyric : Ashique Mahmud
Tune : Akash Mahmud
Music : Akash Mahmud
Mix-master : Ashique Mahmud
Label : Akash Dream Music
ঐ বুকেতে ঘর লিরিক্সঃ
(পাখিরে পাখিরে বড় বেশি
পাখিরে পাখি তোরে ভালোবাসি)
পরানে পরানে বান্ধিলা আমায়
রাইখো তুমি এমনও করে
ও জীবনে মরণে চাই পাশে তোমায়
রইবো আমি তোমার আদরে
আজ আকাশে বাতাসে
দিলাম জানিয়ে
এই মনটা শুধু যে তোমার
ওই বুকে বানাইয়া আমার ঘর
আমি থাকবো বন্ধু সারা জনমভর
এই বুকে বানাইয়া তোমার ঘর
বন্ধু থাইকো তুমি সারা জনমভর
তুমি তো গলার মালা
দিও নারে আর জ্বালা
করিলে অবহেলা যাবো মরিয়া
জানরে কেনো বুঝোনা
এ রিদয় আর কারো না
তোমারি পিরিতে কবে গেছি হারাইয়া
ছাইরোনা হাত আসুক যতই ঝড়
তুমি ছাইরোনা হাত আসুক যতই ঝড়
ওই বুকে বানাইয়া আমার ঘর
আমি থাকবো বন্ধু সারা জনমভর
এই বুকে বানাইয়া তোমার ঘর
বন্ধু থাইকো তুমি সারা জনমভর
(পাখিরে পাখিরে বড় বেশি
পাখিরে পাখি তোরে ভালোবাসি)
উতলা মন কেনো হয়
তোমারে খুব কাছে চাই
মাথার মুকুট করিয়া রাখবো তুলিয়া
জোছনা দিয়ে সাজাইয়া
তোমারে সাথে নিয়া
হারাবো আজকে চলো
অচিন সীমানায়
আমারে কইরো নারে পর
আমারে কইরো নারে পর
ওই বুকে বানাইয়া আমার ঘর
আমি থাকবো বন্ধু সারা জনমভর
এই বুকে বানাইয়া তোমার ঘর
বন্ধু থাইকো তুমি সারা জনমভর
ওই বুকে বানাইয়া আমার ঘর
বন্ধু থাইকো তুমি সারা জনমভর
Oi Bukete Ghor Lyrics By Akash Mahmud & Moumita
Pakhire pakhire boro beshi
Pakhire pakhi tore valobashi
Porane porane bandhila amay
Raikho tumi amon o kore
O jibone morone chai pashe tomay
Roibo ami tomar adore
Aj akashe batase
Dilam janiye
Ei mon shudhu je tomar
Oi bukete banaiya amar ghor
Ami thakbo bondhu sara jonomvor
Ei buke banaia tomar ghor