Oi Dur Simanay Lyrics (ঐ দূর সীমানায়) By Hujaifa Islam | Gojol Lyrics

Oi Dur Simanay Lyrics (ঐ দূর সীমানায়) By Hujaifa Islam
ঐ দূর সীমানায় – Oi Dur Simanay Bangla Gojol Lyrics. This song Singing by Hujaifa Islam. Music Composed by Mahfuz Alom. This is a Fantastic islamic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Holy Tune” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Oi Dur Simanay – ঐ দূর সীমানায়
Singer : Hujaifa Islam
Lyric & Tune : M kamruzzaman
Record Label : Holy Tune Studio
Sound Design : Mahfuz Alom
ঐ দূর সীমানায় লিরিক্সঃ
ওই দুর সীমানায়
আকাশের নীলিমায় (২ বার)
যেখানে সাদা বক ডানা মেলে
উড়ে উড়ে চলে যায়
আমারও ইচ্ছে করে মাঝে মাঝে
আমারও ইচ্ছে করে মাঝে মাঝে
হারিয়ে যেতে কোনো অজানায়
ঐ দূর সীমানায়
রুদ মাখা চৈতের অলস দুপুরে
উদাসীন মন আমার হারায় সুদূরে (২ বার)
আঁকাবাকা মেঠো পথ পেছনে ফেলে
আঁকাবাকা মেঠো পথ পেছনে ফেলে
মন ছুটে চলে দুর মাদিনায়
আমারও ইচ্ছে করে মাঝে মাঝে
আমারও ইচ্ছে করে মাঝে মাঝে
হারিয়ে যেতে কোনো অজানায়
অই দুর সীমানায়
কোকিলের কুহু কুহু সুরের মায়ায়
মধুর মায়া ডুরে বাধে আমায় (২ বার)
চেনা যত সুর আছে লাগে অচেনা
চেনা যত সুর আছে লাগে অচেনা
আযানের সুরে যদি ডাকে আমায়
হারিয়ে যেতে কোন অজানায়
অই দুর সীমানায়
আকাশের নীলিমায়
যেখানে সাদা বক ডানা মেলে,
উড়ে উড়ে যায়
আমারও ইচ্ছে করে মাঝে মাঝে
আমারও ইচ্ছে করে মাঝে মাঝে
হারিয়ে যেতে কোনো অজানায়
অই দুর সীমানায়
Oi Dur Simanay Lyrics By Hujaifa Islam
Oi dur simanay
Akasher Nilimay (2)
Jekhane sada bok dana mele
Ure ure chole jay
Amar o icche kore majhe majhe
Amar o icche kore majhe majhe
Hariye jete kono ojanay
Oi dur simanay