Oliro Kotha Shune Bokul Hashe Lyrics By Hemanta Mukherjee

Oliro Kotha Shune Bokul Hashe Lyrics (অলির কথা শুনে) By Hemanta Mukherjee
অলির কথা শুনে বকুল হাসে – Tui Jiboner Cheye Beshi Bangla Song Lyrics. This song Singing by Hemanta Mukherjee. Music Composed by Hemanta Mukhopadhyay. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Bibagi Limon” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Olir Katha Shune Bakul Hase – অলির কথা শুনে বকুল হাসে
Singer : Hemanta Mukherjee
Lyricist: Gauriprasanna Mazumder
Music : Hemanta Mukhopadhyay
Label : Saregama India Ltd
অলির কথা শুনে বকুল হাসে লিরিক্সঃ
অলির ও কথা শুনে বকুল হাসে
কই তাহার মত
তুমি আমার কথা শুনে হাসো না তো
ধরার ও ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত
তুমি আমার কাছে কভু আসো না তো
আকাশ পারে ওই আনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে
আকাশ পারে ওই আনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মত
তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো
অলিরও কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসো না তো
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি করো না কেন
ও গো ধন্য মোরে,
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি করো না কেন
ও গো ধন্য মোরে।
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি
যেমন করে সে ভালবাসে
কই তাহার মত
তুমি আমায় তবুও ভালবাসো না তো
অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মত
তুমি আমার কথা শুনে হাসো না তো
ধরার ও ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার কাছে কভু আসো না তো