Bengali Lyrics

Shudhu Tomay Ghire Lyrics (শুধু তোমায় ঘিরে) By Imran | Maria Nur

Shudhu Tomay Ghire Lyrics

Shudhu Tomay Ghire Lyrics (শুধু তোমায় ঘিরে) By Imran Mahmudul | Maria Nur

শুধু তোমায় ঘিরে – Shudhu Tomay Ghire Bangla Song Lyrics. This song Singing by Imran Mahmudul. Music Composed by Musfiq Litu. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Dhruba Music Station” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song: Shudhu Tomay Ghire – শুধু তোমায় ঘিরে
Singer: Imran Mahmudul
Lyric: Sharif Al-Din
Tune: Nazir Mahamud
Music: Musfiq Litu
Label: Dhruba Music Station

শুধু তোমায় ঘিরে লিরিক্স – ইমরান মাহমুদুল

শুধু তোমায় ঘিরে, শুধু তোমায় ঘিরে
সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে
শুধু তোমার ছায়া মেঘের উপর
ঢেউ খেলে রোদ্দুরে

অভিমানের আড়ি কেটে,
কোথায় তুমি যাচ্ছ হেঁটে
হৃদয়ের চিরকুটে তুমি খুব ডানপিটে
আমি তোমার মান ভাঙাবো
ভালোবাসার চোখ রাঙাবো
মিষ্টি কোনো গান শোনাবো
গলার নরম স্বরে

শুধু তোমায় ঘিরে, শুধু তোমায় ঘিরে
সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে
শুধু তোমার ছায়া মেঘের উপর
ঢেউ খেলে রোদ্দুরে

আনমনে আলতো করে
হাত ছোঁয়াবো মুখে
তোমার চোখে জল গড়াবে
একটুখানি সুখে
অভিমানের আড়ি কেটে
কোথায় তুমি যাচ্ছ হেঁটে
হৃদয়ের চিরকুটে তুমি খুব ডানপিটে
আমি তোমার মান ভাঙাবো
ভালোবাসার চোখ রাঙাবো
মিষ্টি কোনো গান শোনাবো
গলার নরম স্বরে

শুধু তোমায় ঘিরে, শুধু তোমায় ঘিরে
সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে
শুধু তোমার ছায়া মেঘের উপর
ঢেউ খেলে রোদ্দুরে

আলগোছে আঁকড়ে ধরি
মুখ লুকানো হাসি
তোমার বুকে আছড়ে পড়ি
আমি অহর্নিশি
অভিমানের আড়ি কেটে
কোথায় তুমি যাচ্ছ হেঁটে
হৃদয়ের চিরকুটে তুমি খুব ডানপিটে
আমি তোমার মান ভাঙ্গাবো
ভালোবাসার চোখ রাঙ্গাবো
মিষ্টি কোনো গান শোনাবো
গলার নরম স্বরে

শুধু তোমায় ঘিরে, শুধু তোমায় ঘিরে
সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে
শুধু তোমার ছায়া মেঘের উপর
ঢেউ খেলে রোদ্দুরে

Shudhu Tomay Ghire Lyrics By Imran Mahmudul

Shudhu Tomay Ghire
Sindur ranga megh koreche durey.
Shudhu tomar chhaya megher upar,
Dheu khele roddure.

Obhimaner anri kete,
Kothay tumi jachchho hente.
Hridoyer chirkute, tumi khub danpite.

Ami tomar maan bhangabo,
Bhalobasar chokh rangabo,
Mishti kono gaan shonabo,
Golar norom swore.

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button