Valobasha Chera Ful Lyrics (ভালোবাসা ছেড়া ফুল) By F A Sumon

Valobasha Chera Ful Lyrics (ভালবাসা ছেড়া ফুল) By F A Sumon
ভালোবাসা ছেড়া ফুল– Valobasha Chera Ful Bangla Song Lyrics. This song Singing by F A Sumon. Music Composed by F A Sumon. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “G Series Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Valobasha Chera Ful – ভালোবাসা ছেড়া ফুল
Singer : F A Sumon
Lyric : Shohag Waziullah
Tune & Music : F A Sumon
Album : Ek Poloker Dekha
Label : Agniveena
ভালোবাসা ছেড়া ফুল লিরিক্সঃ
মন বল আমারে কেন তুই, কারও নয়
প্রেম তোর জীবনে, কেন ধরা সে দিল না
মনের বাঁকে বাঁকে ক্ষত নিয়তি
ভাঙ্গা কাঁচের মত
ভালবাসা ছেড়া ফুল, হৃদয়ের অবুঝ ভুল
কেঁদে কেঁদে বলে মন, প্রেম মানে কি মরণ
হৃদয় হলো অমিলাম, ভালোবাসার নেই যে দাম
কেঁদে কেঁদে বলে মন, প্রেম মানে কি মরণ
স্মৃতি করে তোকে, রাখবো দুচোখে
যদি পড়ে মনেতে খুঁজবো গোপনে
বোঁকা মনের চাওয়া, তোকে কাছে পাওয়া
হাজার লোকের ভিরে শুধুই চাই তোকে
আশা যতো ধোঁয়া ধোঁয়া লাগে
স্বপ্ন সাজাই বেদনার অনুরাগে
ভালবাসা ছেড়া ফুল, হৃদয়ের অবুঝ ভুল
কেঁদে কেঁদে বলে মন, প্রেম মানে কি মরণ
হৃদয় হলো অমিলাম, ভালোবাসার নেই যে দাম
কেঁদে কেঁদে বলে মন, প্রেম মানে কি মরণ
মনের নকশিকাঁথায়, তোরই ছবি আঁকা
তোকে ছাড়া যাই না, একটু সময় কাঁটা
প্রেম অপরাধে তোর বিরহে ডুবি
মরিচিকার মতো কষ্ট বহুরুপী
জীবন আমার ধূপের মতো জ্বলে
কষ্ট যেন মরণের কথা বলে
ভালবাসা ছেড়া ফুল, হৃদয়ের অবুঝ ভুল
কেঁদে কেঁদে বলে মন, প্রেম মানে কি মরণ
হৃদয় হলো অমিলাম, ভালোবাসার নেই যে দাম
কেঁদে কেঁদে বলে মন, প্রেম মানে কি মরণ।।
Valobasha Chera Ful Lyrics By F A Sumon
Mon bol amara tui, karo noy
Prem tor jibone, kano dora se dilo na
Moner bake bake kotto niyoti
Bhanga kacher moto
Valobasha chera ful hridoyer abuj bhul
Kede kede bole mon, prem mone ki moron
Hridoy holo amilam, valobasha nei je dam
Kede kede bole mon, prem mone ki moron