Chandni Raite Nirojone Lyrics (চাঁদনী রাইতে নিরজনে) By Babu & Shaon

Chandni Raite Nirojone Lyrics (চাঁদনী রাইতে নিরজনে) By Babu & Shaon
চাঁদনী রাইতে নিরজনে – Chandni Raite Nirojone Bangla Song Lyrics. This song Singing by Fazlur Rahman Babu & Meher Afroz Shaon. Music Composed by A H Turjo. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Urvashi Forum” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Chandni Raite Nirojone – চাঁদনী রাইতে নিরজনে
Singer : Fazlur Rahman Babu & Meher Afroz Shaon
Lyrics : Jahirul Islam Badal
Music : A H Turjo
Label : Urvashi Forum
চাঁদনী রাইতে নিরজনে লিরিক্সঃ
চাঁদনী রাইতে নিরজনে
আইসো সখা সংগোপনে
ফুলেরও বিছানায় দিমু
তোমায় বসিতে
ফুলেরও বিছানায় দিমু
তোমায় বসিতে
কী যে কথা আমার সনে
আইমু সখী নিরজনে
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে
কত কথার বীজ বুনেছি
মনের জমিতে
কত স্বপন যায় গো বইয়া
বুকের নদীতে (২ বার)
আইমু সখী হইবো দেখা
আকুল নয়ন ভরিতে
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে
বাপ-মায়ের আদর-সোহাগ
হইয়া গেছে লীন
পাড়াপড়শীর জ্বালায় এখন
জ্বলছি নিশিদিন (২ বার)
তোমার সঙ্গে কইমু কথা
দুঃখের জ্বালা জুড়াইতে
ফুলেরও বিছানায় দিমু
তোমায় বসিতে
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে
আকাশেতে ডাকলে মেঘা
মনটা কেমন করে
বিরহী মোর অন্তর তখন
তোমায় খুঁজে মরে (২ বার)
তোমায় যদি না পাই সখী
যাইমু কিন্তু মরিতে
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে
পালাগাইয়ের দুধের ছানা
চালুন ভাজা খই
আরও আছে শিকায় তোলা
গামছাপাতা দই (২ বার)
ধীরে ধীরে খাইবা সখা
কথার ফোঁড়ন কাটিতে
ফুলেরও বিছানায় দিমু
তোমায় বসিতে
ফুলেরও বিছানায় দিমু
তোমায় বসিতে
কী যে কথা আমার সনে
আইমু সখী নিরজনে
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে
চাঁদনী রাইতে নিরজনে
আইসো সখা সংগোপনে
ফুলেরও বিছানায় দিমু
তোমায় বসিতে
ফুলেরও বিছানায় দিমু
তোমায় বসিতে
কী যে কথা আমার সনে
আইমু সখী নিরজনে
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে
ফুলেরও বিছানায় দিমু
তোমায় বসিতে
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে
দুইজনাতে কইমু কথা
চান্দের হাসিতে
Chandni Raite Nirojone Lyrics By Babu & Shaon
Chadni raite nirojone
Aiso sokha songgopone
Fulero bichanay dimu
Tomar bosite
Ki je kotha amar sone
Aimu sokhi norjone
Duijonate koimu kotha
Chander hasite