Latest Bengali Lyrics

Monta Vison Kade Lyrics (মনটা ভীষণ কাঁদে) By Samz Vai

Monta Vison Kade Lyrics

Monta Vison Kade Lyrics (মনটা ভীষণ কাঁদে) By Samz Vai

মনটা ভীষণ কাঁদে – Monta Vison Kade Bangla Song Lyrics. This song Singing by Samz Vai. Music Composed by Rezwan Sheikh. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “DP MUSIC STATION” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Monta Vison Kade – মনটা ভীষণ কাঁদে
Singer : Samz Vai
Lyric & Tune : Proshenjit Mondal
Music : Rezwan Sheikh
Label : Dp Music Station

মনটা ভীষণ কাঁদে লিরিক্সঃ

এখন আর জোসনা পোহাই না
এখন আর হয়না যাওয়া ছাদে
তোর মতো কেউ বায়না ধরে না
একলা ঘরে মনটা ভীষণ কাঁদে (২ বার)

এক শহরেই ভীন্ন ভুবন তোর
কেমন আছিস এই আমাকে বাদে
আমার মতো তার বুকেও কি
ঘুমিয়ে যাস আটখানা আল্লাদে

ছিলাম আমি কাছের মানুষ যত
হয়ে গেলাম অচেনার মতো (২ বার)
এখন আর আমায় চিনিস না
ভুল করে ও পথেও ফিরিস না

স্মৃতি নিয়ে যায় কি বাঁচা বল
মনটা কাঁদে চাপা আর্তনাদে
আমার মতো তার বুকেও কি
ঘুমিয়ে যাস আটখানা আল্লাদে

এমন হবে জানতাম কি আর আমি
আমার চেয়ে অন্য মানুষ দামি (২ বার)
এখন আমি অনেক দূরের কেউ
অন্য বুকে জাগাস সুখের ঢেউ

এই নিয়েও কি যায় কি মানা বল
গ্রহণ শুধু আমার সুখের চাঁদে
আমার মতো তার বুকেও কি
ঘুমিয়ে যাস আটখানা আল্লাদে

এখন আর জোসনা পোহাই না
এখন আর হয়না যাওয়া ছাদে
তোর মতো কেউ বায়না ধরে না
একলা ঘরে মনটা ভীষণ কাঁদে (২ বার)

এক শহরেই ভীন্ন ভুবন তোর
কেমন আছিস এই আমাকে বাদে
আমার মতো তার বুকেও কি
ঘুমিয়ে যাস আটখানা আল্লাদে

Monta Vison Kade Lyrics By Samz Vai

Ekhon ar joshna pohai na
Ekhon ar hoyna jaowa chaade
Tor moto keu bayna dhore na
Ekla ghore monta vishon kande

Ek sohorei bhinno bhubon tor
Kemon achis ei amake baade
Amar moto tar bukeo ki
Ghumiye jash atkhana allade

Chilam ami kacher manus joto
Hoye gelam ochenar moto
Ekhon ar amay chinis na
Vul kore o potheo firis na

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button