Akashe Batase Chol Lyrics (আকাশে বাতাসে চল) By Kavita & Sadhana

Akashe Batase Chol Lyrics (আকাশে বাতাসে চল) By Kavita Krishnamurthy & Sadhana
আকাশে বাতাসে চল সাথে উড়ে চল – Akashe Batase Chol Sathe Urey Chol Bangla Song Lyrics. This song Singing by Kavita Krishnamurthy & Sadhana Sargam. Music Composed by Debendranath Chattopadhyay. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “G Series Movie Songs” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Akashe Batase Chol Sathe Urey Chol – আকাশে বাতাসে চল সাথে উড়ে চল
Singer: Kavita Krishnamurthy & Sadhana Sargam
Lyric: Priyo Chatterjee
Music & Tune: Debendranath Chattopadhyay
Movie: Moner Majhe Tumi
Label: G-Series
আকাশে বাতাসে চল সাথে উড়ে চল লিরিক্সঃ
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে..
ময়নারে ময়নারে যাবো তোর পিছু পিছু
ডানা মেলে রে..
আকাশে ভেসে চল, রুপকথার দেশে চল
ঐ দেশে বাঁধবো ঘর, পার হয়ে তেপান্তর
সাত সাগর তের নদী পিছনে ফেলে রে
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে..
রিমঝিমঝিম বৃষ্টি শেষে
সূর্য্য মামা উঠবে হেসে
সে আমার এ দু’চোখে স্বপ্ন ছড়াবে
নেইতো এ মন ঘুমের ঘোরে
স্বপ্ন তবু দুচোখ জুড়ে
সে সুখে মন পাখি যে পাখা ঊড়াবে
সুরে সুরে, গানে গানে
খুশিতে আজ মন যে দোলে রে
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে..
নীল নীল ঐ আকাশ পথে
দেখা হবে পরীর সাথে
জোছনা দেবে চাঁদ আসলে রাতে
আজকে এ মন যাক হারিয়ে
বন্ধু দিলাম হাত বাড়িয়ে
এভাবে আমরা দুজন থাকবো সাথী
ছন্দে আনন্দে গানে গানে
খুশিতে আজ প্রাণ যে দোলে রে
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে..
ময়নারে ময়নারে যাবো তোর পিছু পিছু
ডানা মেলে রে..
আকাশে ভেসে চল, রুপকথার দেশে চল
ঐ দেশে বাঁধবো ঘর, পার হয়ে তেপান্তর
সাত সাগর তের নদী পেছনে ফেলে রে
Akashe Batase Chol Sathe Urey Chol Lyrics:
Akashe batase chol sathi ure jai
Chol dana mele re
Moynare moynare jabo tor pichu pichu
Dana mele re..
Akashe vese chol rup kothar deshe chol
Oi deshe badhbo ghor par hoye tepantor
Sat sagor ter nodi pichone fele re