Bengali Lyrics

Ak Monete Dui Jona Lyrics (এক মনেতে দুজনা) By Akash Mahmud

Ak Monete Dui Jona Lyrics

Ak Monete Dui Jona Lyrics (এক মনেতে দুজনা) By Akash Mahmud

এক মনেতে দুজনা – Ak Monete Dui Jona Bangla Song Lyrics. This song Singing by Akash Mahmud. Music Composed by Akash Mahmud. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Razib Music Official” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Ak Monete Dui Jona – এক মনেতে দুজনা
Singer : Akash Mahmud
Lyric : R A Ashraful
Music & Tune : Akash Mahmud
Label : Razib Music Official

এক মনেতে দুজনা লিরিক্সঃ

তোমার এক মনেতে ছিলো দুজনা
বুঝি নাই তো আগে
আমি বুঝি নাই তো আগে
তোমায় এতো ভালোবেসেও পাবো না
বুঝি নাই তো আগে
আমি বুঝি নাই তো আগে

তোমায় ভালোবাইসা আমার
মইরা গেছে ইচ্ছা বাচার
মরনের সাধ জাগে
তোমার এক মনেতে ছিলো দুজনা
বুঝি নাই তো আগে
আমি বুঝি নাই তো আগে

সাদাসিধা মনটা আমার
সরল ভালোবাসা
কতো সপ্ন দেখতাম আমি
তুমি দিতে আশা (২ বার)

সুখের ভাগটা নিলে তুমি
সুখের ভাগটা নিলে তুমি
দুঃখ আমার ভাগে

তোমার এক মনেতে ছিলো দুজনা
বুঝি নাই তো আগে
আমি বুঝি নাই তো আগে

মরন আমার হইলে পরে
কষ্ট যাবে কমে
এতো জালা সয়না রে আর
আমার প্রতি দমে (২ বার)

সৃতির দহন বুকে নিয়ে
সৃতির দহন বুকে নিয়ে
কাদি নিশী জেগে

তোমার এক মনেতে ছিলো দুজনা
বুঝি নাই তো আগে
আমি বুঝি নাই তো আগে
তোমায় ভালোবাইসা আমার
মইরা গেছে ইচ্ছা বাচার
মরনের সাধ জাগে

তোমার এক মনেতে ছিলো দুজনা
বুঝি নাই তো আগে
আমি বুঝি নাই তো আগে

Ak Monete Dui Jona Lyrics By Akash Mahmud

Tomar ek monete chilo dujona
Bujhi nai to age
Ami bujhi naito age
Tomay eto valobeseo pabo na
Bujhi nai to age
Ami Bujhi nai to age
Tomay valobaisa amar
Moira geche iccha bacar
Moroner sadh jage

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button