Tomake Apon Kore Lyrics (তোমাকে আপন করে) By Akassh Sen & Trisha

Tomake Apon Kore Lyrics (তোমাকে আপন করে) By Akassh Sen & Trisha
তোমাকে আপন করে – Tomake Apon Kore Bangla Song Lyrics. This song Singing by Akassh Sen & Trisha Chatterjee. Music Composed by Akassh Sen. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Live Tech” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Tomake Apon Kore – তোমাকে আপন করে
Movie: Super Hero
Singer: Akassh Sen & Trisha Chatterjee
Lyrics: Robiul Islam Jibon
Music Director: Akassh Sen
তোমাকে আপন করে লিরিক্সঃ
তোমাকে আপন করে,
রেখে দেবো বাহুডোরে
তাই তো দু’হাত আমি বাড়ালাম
সাজিয়ে মনের ঘরে
নিয়ে যাবো বহুদূরে
তাই তো এসে আমি দাড়ালাম (২ বার)
বুঝে গিয়েছি, জেনে গিয়েছি
মিলে গেছি তোমারই সাথে
জানি এতদিন, স্বপ্নে বিলীন
ছিলে যে তুমি রূপকথাতে
ও.. আড়ালে ছিলাম একা
অনুভবে হলো দেখা
তোমারই মাঝে আমি হারালাম
সাজিয়ে মনের ঘরে নিয়ে যাবো বহুদূরে
তাই তো এসে আমি দাড়ালাম (২ বার)
চিনে নিয়েছি, মেনে নিয়েছি
থেমে গেছি তোমারই পথে
শত আবদার, করি বারবার
চাই শুধু তোমারই হতে
ও.. আড়ালে ছিলাম একা
অনুভবে হলো দেখা
তোমারই মাঝে আমি হারালাম
সাজিয়ে মনের ঘরে
নিয়ে যাবো বহুদূরে
তাই তো এসে আমি দাড়ালাম
তোমাকে আপন করে
রেখে দেবো বাহুডোরে
তাই তো দু’হাত আমি বাড়ালাম
সাজিয়ে মনের ঘরে নিয়ে যাবো বহুদূরে
তাই তো এসে আমি দাড়ালাম ও..
Tomake Apon Kore Lyrics By Akassh Sen & Trisha
Tomake Apon Kore
Rekhe Debo Bahudore
Tai To Du-haat Ami Baralam
Sajiye Moner Gore
Niye Jabo Bohudure
Tai To Ese Ami Daralam (2)
Bujhe Giyechi, Jene Giyechi
Mile Gechi Tomari Sathe
Jani Etodin, Shopne Bilin
Chile Je Tumi Rupkothate
O.. Arale Chilam Eka
Onubhobe Holo Dekha
Tomai Majhe Ami Haralam
Sajiye Moner Ghore
Niye Jabo Bohudure
Tai To Eshe Ami Daralam (2)