Tomake Lyrics (তোমাকে) By Arindom & Nikhita Gandhi | Yash & Sanjana

Tomake Lyrics (তোমাকে) By Arindom & Nikhita Gandhi
তোমাকে – Tomake Bangla Song Lyrics. This song Singing by Arindom & Nikhita Gandhi. Music Composed by Eric Pillai. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “SVF” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Tomake – তোমাকে
Singer : Arindom and Nikhita Gandhi
Film : Fidaa
Music Director : Arindom
Lyricist : Prasen
Mixed and Mastered by Eric Pillai
Label: SVF
তোমাকে লিরিক্সঃ
তোমাকে দিয়েছিলাম চেনা চেনা কথা গুলো
এসো না জুড়ে নিতে ছেড়া ছেড়া ব্যেথা গুলো (২ বার)
এ অগোছালো হাওয়া ব্যস্ত আশা যাওয়া
আমাদের চেনালো কি
আবছা হয়ে এসো আমাকে ভালোবাসো
এর বেশি চেয়েছি কি
তোমাকে দিয়েছিলাম চেনা চেনা কথা গুলো
এসো না জুড়ে নিতে ছেড়া ছেড়া ব্যেথা গুলো
কেনো এ প্রাণে হয়েছি জানি
এমন আমার দিনেরা রাজা
রাতেরা রানী স্বপ্ন হাজার (২ বার)
এ অগোছালো হাওয়া ব্যস্ত আশা যাওয়া
আমাদের চেনালো কি
আবছা হয়ে এসো আমাকে ভালোবাসো
এর বেশি চেয়েছি কি
তোমাকে দিয়েছিলাম চেনা চেনা কথা গুলো
এসো না জুড়ে নিতে ছেড়া ছেড়া ব্যেথা গুলো
নিজেকে আমি বুঝিয়ে নিয়েছি হবো তোমার
নিজেকে আমি হারিয়ে ফেলেছি কাছে তোমার
এ অগোছালো হাওয়া ব্যস্ত আশা যাওয়া
আমাদের চেনালো কি
আবছা হয়ে এসো আমাকে ভালোবাসো
এর বেশি চেয়েছি কি
তোমাকে দিয়েছিলাম চেনা চেনা কথা গুলো
এসো না জুড়ে নিতে ছেড়া ছেড়া ব্যেথা গুলো
Tomake Lyrics By Arindom & Nikhita Gandhi
Tomake diyechilam chena chena kotha gulo
Esho na jure nite chera chera byetha gulo (2)
E ogochalo hawa besto asha jaowa
Amader chenalo ki
Abcha hoye esho amake valobasho
Er beshi cheyechi ki
Tomake diyechilam
Chena chena kotha gulo
Esho na jure nite
Chera chera byetha gulo
Keno e praane hoyeche jani
Emon amar dine-ra raja
Raate-ra rani Swapno hazar (2)