Latest Bengali Lyrics

Kemon Badhai Bandhli Lyrics (কেমন বাধায় বাধলি) By Abir Biswas

Kemon Badhai Bandhli Lyrics (কেমন বাধায় বাধলি) By Abir Biswas

কেমন বাধায় বাধলি – Kemon Badhai Bandhli Bangla Song Lyrics. This song Singing by Abir Biswas. Music Composed by Abir Biswas. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “KMJ Music Series” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Kemon Badhai Bandhli – কেমন বাধায় বাধলি
Singer & Composer: Abir Biswas
Lyricist : Sourav Goswami
Programming, Mix & Master : Abir Biswas(AB Studios)
Guitars: Tapash Roy
Flute: Bipra Bala
Voice Over : Neel Chakraborty

কেমন বাধায় বাধলি লিরিক্সঃ

কেমন বাধায় বাধলিরে তুই
আমার সাথে ঘর
সে ঘর আবার ভেঙে দিয়ে
করলি আমায় পর
নিজের হাতে সাজিয়ে ছিলি
আমার এ শহর
কেন চলে গেলি দিয়ে
স্মৃতিরি কবর (২ বার)

দিনের শেষে নিভিয়ে আলো
রাত্রি যখন আসে
কষ্ট ছাড়া এই দুনিয়ায়
কেবা থাকে পাশে
মনের কোণে যত্ন করে
রেখেছিলাম তোকে
তবু কেন একা ফেলে
গেলি নিরুদ্দেশে

কেমন বাধায় বাধলিরে তুই
আমার সাথে ঘর
সে ঘর আবার ভেঙে দিয়ে
করলি আমায় পর
নিজের হাতে সাজিয়ে ছিলি
আমার এ শহর
কেন চলে গেলি দিয়ে
স্মৃতিরি কবর

যত্ন করে রেখেছিলে
বলেছিলে ভালোবাসি
কষ্ট থাকুক আমার বুকে
তোর মুখেতে থাকুক হাসি (২ বার)

বুকের ভেতর কুড়ে মারে
তোর দেওয়া সুখের স্মৃতি
আজ আমার মনটা যে চায়
তোর কাছে তাই ফিরে আসি

ও.. হাসির কারণ ছিলিরে তুই
আমার এ জীবনে
বলতে গেলেও আজও শুধু
তোকে পড়ে মনে
দুচোখ দিয়ে জল নেমে যায়
তোরই কথা ভেবে
তুই ছাড়া কে আপন করে
কাছে টেনে নেবে

কেমন বাধায় বাধলিরে তুই
আমার সাথে ঘর
সে ঘর আবার ভেঙে দিয়ে
করলি আমায় পর
নিজের হাতে সাজিয়ে ছিলি
আমার এ শহর
কেন চলে গেলি দিয়ে
স্মৃতিরি কবর

দিনের শেষে নিভিয়ে আলো
রাত্রি যখন আসে
কষ্ট ছাড়া এই দুনিয়ায়
কেবা থাকে পাশে
মনের কোণে যত্ন করে
রেখেছিলাম তোকে
তবু কেন একা ফেলে
গেলি নিরুদ্দেশে

Kemon Badhai Bandhli Lyrics By Abir Biswas

Kemon badhai bandhili re tui
Amar sathe ghor
Se ghor abar bhenge die
Korli amay por
Nijer hate sajiye chili
Amar e sohor
Keno chole geli die
Shitiri kobor

Diner sheshe niviye alo
Ratri jokhon ase
Kosto chara ei duniyai
Keba thake pashe
Moner kone jonto kore
Rekhechilam toke
Tobu keno eka fele
Geli niruddeshe

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button