Ghenna Lage Amar Lyrics (ঘেন্না লাগে আমার) By Samz Vai

Ghenna Lage Amar Lyrics (ঘেন্না লাগে আমার) By Samz Vai
ঘেন্না লাগে আমার – Ghenna Lage Amar Bangla Song Lyrics. This song Singing by Samz Vai. Music Composed by Samz Vai. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Sangeeta Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Ghenna Lage Amar – ঘেন্না লাগে আমার
Singer: Samz Vai
Lyrics, Tune & Music: Samz Vai
Label: Sangeeta
ঘেন্না লাগে আমার লিরিক্সঃ
কেউ বলেনি আমায়
ছিলে কেমনে এই কোটা দিন
সুখ বলে আছে কিছু
তা ভুলে গেছি আমি তো সেদিন
মনে চেয়েছে কত
তোমায় ছুয়ে একটু আপন করে
মনেরো পাখি পালাইলে বনে
ছোঁয়া যায় কি তারে
তুমি মান তারো
অভিমান করো
পাখি জেনে কোরোনা
কার হাত ধরে
আমারি ঘুম তারো
আমি সইতে পারিনা
তুমি চোখ বুঝেও
কার কার সুখে
ভেবে ঘেন্না লাগে আমার
যে সময় নিয়ে
দুঃখের জীবন থেকে
ফিরিয়ে দেও আমায় আবার
আমি ভেবে পাইনা কুল
তোমার না আমার ভুল
ছিলো আসলে কার
অনেক সহ্য করেছি
ক্ষমাও চেয়েছি
তবুও হলেনা আমার
আমি ভেবে পাইনা কুল
তোমার না আমার ভুল
ছিলো আসলে কার
অনেক সহ্য করেছি আমি
ক্ষমাও চেয়েছি
তবুও হলেনা আমার
মনে চেয়েছে কত
তোমায় ছুয়ে একটু আপন করে
মনেরো পাখি পালাইলে বনে
ছোঁয়া যায় কি তারে
তুমি মান তারো
অভিমান করো
পাখি জেনে কোরোনা
কার হাত ধরে
আমারো ঘুম তারো
আমি সইতে পারিনা
তুমি চোখ বুঝেও
কার কার সুখে
ভেবে ঘেন্না লাগে আমার
যে সময় নিয়ে
দুঃখের জীবন থেকে
ফিরিয়ে দেও আমায় আবার
যারে ছাড়া জীবন ভাবলে লাগতো
পৃথিবীতে আমি একা
তুমি জানতে ঠিকি
আর মানতে সবি আমার
সাথে হবেনা
কথা রাখা (২ বার)
মন চেয়েছে কতো
তোমায় ছুয়ে একটু আপন করে
মনেরো পাখি পালাইলে বনে
ছোয়া যায় কি তারে
তুমি মান তারো
অভিমান করো
পাখি জেনে কোরোনা
কার হাত ধরে
আমারি ঘুম তারো
আমি সইতে পারিনা
তুমি চোখ বুঝেও
কার কার সুখে
ভেবে ঘেন্না লাগে আমার
যে সময় নিয়ে
দুঃখের জীবন থেকে
ফিরিয়ে দেও আমায় আবার
Ghenna Lage Amar Lyrics By Samz Vai
Keu boleni amay
Chile kemone ei kota din
Sukhe bole ache kichu
Ta vule gechi ami to sedin
Mone cheyeche koto
Tomay chuye ektu apon kore
Monero pakhi palaile bone
Choya jay ki tare
Tumi man taro
Oviman koro
Pakhi jene korona
Kar hat dhore
Ami soite parina