Harano Premer Sriti Lyrics (হারানো প্রেমের স্মৃতি) By Andrew Kishore

Harano Premer Sriti Lyrics (হারানো প্রেমের স্মৃতি) By Andrew Kishore
হারানো প্রেমের স্মৃতি – Harano Premer Sriti Bangla Song Lyrics. This song Singing by Andrew Kishore. Music Composed by Anwar Jahan Nantu. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Anupam Movie Songs” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Harano Premer Sriti – হারানো প্রেমের স্মৃতি
Singer: Andrew Kishore
Lyricist : Delwar Jahan Jhantu
Music: Anwar Jahan Nantu
Movie: Harano Prem
Label: Anupam
হারানো প্রেমের স্মৃতি লিরিক্সঃ
হারানো প্রেমের স্মৃতি মনে করে দেখো
সুখেরো দিনগুলো কেন ভুলে আছো?
সুখেরো আশা গুলো বিরহেরও শ্রাবণে
সব ভেসে গেলো হায় বেদনা হয়ে
ফুলের ও বাগিচায় ফুল ফুটে ঝরে যায়
মনের ও বাগিচায় ফুল ফুটে রয়ে যায়
মনেরও মাঝারে প্রেম বেচে থাকে
সেই প্রেম কেমন করে ভুলে যেতে পারে
প্রেমের সুরভীতে মন ভরে ছিলো
সেই প্রেম কেদে মরে চোখেরও জলে
হারানো প্রেমের স্মৃতি মনে করে দেখো
সুখেরো দিনগুলো কেন ভুলে আছো?
কতো যে কথা ছিলো ছিলো কতো গান
কথা আছে সুর নেই গাই তবু গান
আমার গানের মাঝে সব কথা আছে
ছিলে তুমি হৃদয় জুড়ে চোট্ট একটি নীরে
জীবন আছে তাই জীবনেরো মাঝে
বেচে আছি তোমার জন্য তবু আমি ধন্য
হারানো প্রেমের স্মৃতি মনে করে দেখো
সুখেরো দিনগুলো কেন ভুলে আছো?
সুখেরো আশা গুলো বিরহেরও শ্রাবণে
সব ভেসে গেলো হায় বেদনা হয়ে।
Harano Premer Sriti Lyrics By Andrew Kishore
Harano premer sreti mone kore dekho
Sukhero dingulo keno vule aso?
Sukhero asha gulo biroher o shrabone
Sob vese gelo hay bedona hoye
Fuler o bagichay ful fute jhore jay
Moner o bagichay ful fute roye jay
Moner o majhare prem beche thake
Sei prem kemon kore vule jete pare